টেকনাফে মোদাচ্ছের আহমদ (৩২) নামে এক যুবকের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি স্থানীয় বাজারে কেজি ১৩০০ টাকা করে বিক্রি করেছে বলে জানান তিনি।
রোববার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাটে নাফনদীতে বড়শি পেতে ওই মাছটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড়? করেন।
যুবক মোদাচ্ছের জানায়, বেলা ১১টার দিকে নাফনদীতে বড়শি দিয়ে মাছ শিকারে যাই। প্রায় এক ঘন্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করলে বড়শি ভারী ভারী মনে হয়। পরে পাশের একজনের সহযোগিতায় টেনে তুলি। মাছটির ওজন ২৫ কেজি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রতিদিনের মতো সকালে বড়শি দিয়ে মাছ ধরতে যায় দ্বীপের ২০-৩০ জনের একটি দল। স্থানীয় যুবক মোদাচ্ছিরের বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়ে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, ‘প্রায় সময় নাফনদীতে বড়শিতে কোরালসহ বড় বড় মাছ ধরা পড়ে। শাহপরীর দ্বীপ জেটিতে জেলে ও স্থানীয়দের বড়শি ফেলে মাছ ধরার প্রতিযোগিতাও চলে।’
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘ গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ ছিল। সরকারি বন্ধের প্রভাবে সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। যার সুফল জেলেরা পেতে শুরু করেছেন’।’
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |