সাগরের মাঝে অবস্থান হলেও কুতুবদিয়া দ্বীপে মাছের আকাল চলছে। ভরা মওসুমেও ইলিশের দেখা মিলছেনা। জেলেরা যে অল্প পরিমানে ইলিশ পাচ্ছে, তার দাম হাঁকাচ্ছে আকাশচুম্বি।
গতকাল বড়ঘোপ বাজার, ধুরুংবাজার, মেডিকেল গেইট, শান্তিবাজার ও চৌমুহনী বাজারে কিছু সাগরের লইট্টা ফিস, হুন্দরা পাওয়া গেলেও নেই সাগরের ইলিশ। জাটকা ইলিশের কেজি ৬০০-৭০০ টাকা কেজি।
মেডিকেল গেইটের ফল ব্যবসায়ি মোহাম্মদ হোসাইন জানান, বড় ইলিশ বাজারে নেই। মেডিকেল গেইটে এক কেজি ৩০০ গ্রামের একটি ইলিশ মাছের দাম চাওয়া হয়েছে ৩ হাজার টাকা। জাটকা বিক্রি হচ্ছে কেজি ৭০০ টাকা দরে।
মাছ ব্যবসায়ি আব্দু ছত্তার বলেন, বড় ইলিশের দাম চট্টগ্রামে কেজি সাড়ে ৪ হাজার টাকা। সাগরে অল্প যা মেলে তা দ্বীপে আনা হয়না। পাইকারি দেয়া হয় চিটাগং। ফলে দাম বেড়ে যায়।
সামুদ্রিক মাছের দাম রাতারাতি বৃদ্ধি করা হলেও বাজারে প্রশাসনের কঠোর তদারকি না থাকায় প্রয়োজনীয় মাছ পাচ্ছেনা ক্রেতারা। এমন অভিযোগ প্রতিটা বাজারেই।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |