মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে নেওয়ার খবরের পর থেকে এপারে কয়েকদিন বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও ফের গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছে সীমান্ত পাড়ের লোকজন।
বৃহস্পতিবার গভীর রাত থেকে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছে টেকনাফ সীমান্তবর্তী বাসিন্দারা।
সাবরাং সীমান্ত এলাকার বাসিন্দা লাল মোহাম্মদ লালু জানান, আগের মতো বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে না। তবে আজ শুক্রবার সকালে গোলাগুলির শব্দ শোনা গেছে। হয়তো স্থলভাগে বিশেষ কিছু নিয়ে গোলাগুলি হয়েছে।
আরাকান আর্মিদের নিয়ন্ত্রিত এলাকায় মিয়ানমারের জান্তা বাহিনী বা তাদের সমর্থিত রোহিঙ্গা গোষ্ঠী আত্মগোপনে থাকা স্থান ঘিরে এমন গোলাগুলির খবর শোনা যাচ্ছে বলে জানান তিনি।
টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম জানান, সোমবার থেকে কোনো শব্দ শোনা যায়নি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তবে তা আগের মত বিকট না।
এমন পরিস্থিতিতে নাফ নদীর বাংলাদেশ অংশে টহল জোরদারের কথা জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |