রামুর কচ্ছপিয়ায় খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে তলিয়ে শিশু নিখোঁজ হয়েছে। গ্রামের মানুষ পানিতে অনেক খুঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। তাদের সাথে যোগ দেন নাইক্ষ্যংছড়ি ফায়ার সাভির্সের ডুবুরি দলও।
ঘটনাটি ঘটেছে (২২ জুলাই) সকাল সাগে ১০ টায় খালের দোছড়ি উত্তরকুলে মৃত ফরিদ সওদাগরের বাড়ির ঘাট এলাকায়। শিশুটি নাম জাহেদ উল্লাহ (৪)। সে দোছড়ি উত্তরকূলের মতিউর রহমানে ছেলে।
স্খানীয় বাসিন্দা সোলতান আহমদ ও ছিদ্দিক আহমদ জানান, তারা ২ শিশু জাহিদ উল্লাহ (৪) ও মা-মনি-(৪) বাবাদের খোঁজে দৌছড়ি খালের পাশে যান খেলতে খেলতে। এক পর্যায়ে জাহেদ উল্লাহ খালের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
তখন জাহেদ উল্লাহর পিতা পাহাড়ে বাঁশ কাটতে যায়। পিতার অনুপস্থিতিতে খালের দু’পারের শতশত মানুষ শিশুর খোঁজে খালে নামে। পুরো খাল এবং আরেকটু নিচে বাঁকখালী নদী পর্যন্ত খোঁজে বিকেল ৫ টা পর্যন্ত।
তাদের সাথে যোগ দেন ফায়ার সার্ভিসের লোকজনও। সব চেষ্টা ব্যর্থ হয়। খোঁজ মেলেনি শিশুটির।
নিখোঁজ শিশুর পিতা মতিউর রহমান ওরফে বাবু মিয়া বলেন, আমি আমার ছেলেকে এখনও পাইনি। এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |