সেন্টমার্টিন দ্বীপের অদূরে ট্রলারযোগে মাছ ধরতে গিয়ে আটক হওয়া সব জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌ বাহিনী। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাঁচটি ট্রলারের ৪৭ জন মাঝিমাল্লাকে নিয়ে শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছায় বাংলাদেশ কোস্ট গার্ড।
এর আগে দুপুর আড়াইটার দিকে মিয়ানমার নৌ বাহিনীর গুলিতে নিহত জেলে মো. ওসমান (৫০) এর মরদেহ এবং গুলিবিদ্ধ মো. রফিক (৩০) ও রাজু (৪৫) সহ ১১ জেলেকে নিয়ে একটি ট্রলার শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছে। এনিয়ে নিহত মো. ওসমান (৫০) এর মরদেহ সহ ছয়টি ট্রলারের ৫৮ জন মাঝিমাল্লা ফেরত আসে।
জানা যায়, নিহত ওসমানের মরদেহ নৌ পুলিশের নিকট হস্তান্তর করেছে কোস্ট গার্ড। গুলিবিদ্ধ অপর দুই জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
টেকনাফে দায়িত্বরত নৌ পুলিশের উপপরিদর্শক আবুল কাসেম জানান, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার নৌ বাহিনীর গুলিতে নিহত জেলের মরদেহটি হস্তান্তর করেছে কোস্ট গার্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন,
মিয়ানমার থেকে ছয়টি ফিশিং ট্রলার, নিহত জেলের মরদেহ সহ ৫৮ জন জেলেকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার নৌ বাহিনী। দুপুর আড়াইটার দিকে নিহত জেলের মরদেহ ও ১১ জন মাঝি-মাল্লা নিয়ে প্রথম ট্রলার শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়। সন্ধ্যায় বাকি ট্রলার ও জেলেরা এসে পৌঁছায়।
উল্লেখ্য, গত বুধবার (৯ অক্টোবর) দুপুরের দিকে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীরশীল বঙ্গোপসাগরের মোহনায় একটি ট্রলারে মিয়ানমারের নৌবাহিনী গুলি ছোড়ে এবং ৬টি ট্রলার আটক করে নিয়ে যায়। গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত এবং দুইজন গুলিবিদ্ধ হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |