উখিয়ায় অস্ত্র ও গুলি সহ মো. আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম নামের চিহ্নিত এক ‘ডাকাত’কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ ৯টি মামলার তথ্য জানিয়েছে র্যাব।
শুক্রবার ভোর রাতে উখিয়ার কুতুপালং এলাকায় জেলা পুলিশের সহযোগিতায় তাকে করা হয় বলে জানিয়েছেন র্যাব এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
মো. আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম (৩৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেম এর পুত্র।
তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার বন্দুক, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি খোসা উদ্ধার হয়েছে।
আ. ম. ফারুক জানান, সন্ত্রাসী ও ডাকাত আনোয়ারুল ইসলাম এর সন্ত্রাসী কর্মকান্ড ও অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ এলাকাবাসী। ডাকাতের অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসীর পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার নিকট বারবার অভিযোগ করা হয়। এ বিষয়ে সর্বপ্রথম এপিবিএনকে ওই আসামীকে গ্রেপ্তারের নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে জেলা পুলিশকে উক্ত আসামী গ্রেপ্তারের নির্দেশনা প্রদান করা হলে জেলা পুলিশ র্যাব-১৫ এর সহযোগিতা চায়। শুক্রবার ভোর রাতে জেলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, হত্যা চেষ্টা, অবৈধভাবে বন দখল সহ ৯ টি মামলা রয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, সে বিগত সরকার আমলের দলীয় লোকদের সাথে সম্পৃক্ত থেকে সরকারি বনভূমি দখল করে বাড়ি তৈরি, সংরক্ষিত বনভূমিতে বসবাসকারী লোকদের কাছ থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।
গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |