ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ডফিস বাংলাদেশ বাস্তবায়িত ইকোফিস ২ প্রকল্পের আয়োজনে টেকনাফে অনুষ্ঠিত হয়েছে মৎস্যজীবি সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন, টেকনাফ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোফিস ২ প্রকল্পের বিজ্ঞানী ড. মোঃ শরীফ উদ্দিন। ইকোফিস-২ প্রকল্পের গবেষণা সহকারী সোহেল রানার উপস্থাপনায় ৯৮ টি মৎস্য সংরক্ষন দল, ৮ টি গ্রামভিত্তিক মৎস্য সংরক্ষণ দল ও ২ টি অবতরণকেন্দ্রভিত্তিক সহ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ইকোফিস-২ প্রকল্পের গবেষণা সহযোগী শহীদ নাসরুল্লাহ আল মামুন সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। উক্ত প্রোগ্রামে মৎস্য দপ্তর টেকনাফের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সফল করেছেন। টেকনাফের বিভিন্ন গ্রাম থেকে আগত জেলেরা উক্ত সম্মেলনে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।
মহেশখালিয়া পাড়া মৎস্য অবতরণ কেন্দ্রভিত্তিক সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহিম মেগাফনা সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে বলেন আগে আমরা কচ্ছপ, ডলফিন, শাপলা পাতা মেরে ফেলতাম। ইকোফিস ২ প্রকল্প থেকে ট্রেনিং পাওয়ার পর থেকে আমরা এসব মেগাফনা ছেড়ে দিই। কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম লাল কাঁকড়ার গুরুত্ব উল্লেখ করে বলেন যে এই লাল কাঁকড়া আমরা খায়না কারণ এই লাল কাকড়া আমাদের জীববৈচিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আমরা সাগর পাড়ে ছেড়া জাল ফেলে যেন কাকড়া হত্যা না করি।
হাজম পাড়া মৎস্য সংরক্ষণ দলের সভাপতি হাবিবুর রহমান বলেন সাগরে প্লাস্টিক, ছেড়া জাল ফেললে সাগরের পরিবেশ নষ্ট হয়। তিনি সকলকে সাগরের পরিবেশ সুস্থ রাখার আহবান জানান। এছাড়া জেলেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া ও সুযোগ সুবিধার বিষয়ে মুক্ত আলোচনা করেন। মৎস্য দপ্তর টেকনাফের ফিল্ড অফিসার শহিদুল আলম জেলে কার্ডের বিষয়ে জেলেদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। এছাড়াও মেরিন ফিসারিজ অফিসার দুলাল কান্তি দে উপস্থিত সদস্যদের ইলিশ সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে বলেন ইলিশ বাড়লে সেই সাথে জেলেদের ইনকামও বাড়বে।
প্রধান অতিথির বক্তব্যে ড. শরিফ উদ্দিন উপস্থিত জেলেদের ধন্যবাদ জানান ও প্রকল্পের সমাপ্তির ব্যপারে আলোকপাত করেন। এছাড়াও তিনি জেলেদের নৌকার রেজিষ্ট্রেশনের গুরুত্বারোপ করে সবাইকে রেজিষ্ট্রেশনের জন্য আহবান করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি দেলোয়ার হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন ইকোফিস প্রকল্পের যেসব দলগুলো বিভিন্ন গ্রামে রয়েছে তাদের সাথে মৎস্য অফিস, টেকনাফ যথাসাধ্য যোগাযোগ রেখে কাজ করে যাবে। পরিশেষে তিনি ইকোফিস প্রকল্পকে মৎস্যজীবি সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। সভার শেষে উপস্থিত মৎস্যজীবিদের মাঝে জীববৈচিত্র সংরক্ষণের সিম্বল সহ মগ বিতরণ করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |