টেকনাফের হ্নীলা মোচনী নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা।
বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলো- নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে মো. নুরল আমিন ওরফে মাঙ্গু এবং সি ব্লকের বাসিন্দা মো. হোসাইনের ছেলে হাবিবুল্লাহ।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকস্থ পাঁচ ট্যাংকির মোড়ের মাদ্রাসার অফিস রুমের ভিতরে অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে এমন উক্ত সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন এর অফিসার ও ফোর্স সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালানোর চেষ্টাকালে পুলিশিং তৎপরতায় উল্লিখিত দুই রোহিঙ্গাকে আটক করা হয়। আটক আসামী মো. নুরল আমিনের ডান হাত থেকে একনলা (ওয়ান শুটার গান) এবং হাবিবুল্লাহর পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ছয় রাউন্ড জব্দ করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্ধারকৃত অস্ত্রগুলিসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |