রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

রূপান্তর ডেস্ক / ১৭০ বার পড়া হয়েছে
আপডেট সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

টেকনাফে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ১২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে- একজন শিশু, ৩ জন নারী ও ৮ কিশোরী রয়েছে। তারা সবাই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

 

সোমবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজার থেকে তাদের উদ্ধার করা হয়।

এসময় পাচারকাজে জড়িত ৪ দালালকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।

 

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে এমন খবরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৪ জন দালালকে আটক ও ১২ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

 

ওসি আরও জানান, উদ্ধার করা ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ১৫ জুন ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫