টেকনাফে অপহৃত টমটম চালক জাহাঙ্গীর আলম (১৪) কে উদ্ধার করেছে র্যাব-১৫ সদস্যরা। এসময় মো. ইউনুস (৩২) নামে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়৷ সে উপজেলার সাবরাং ইউপির পানছড়ি পাড়া এলাকার মৃত অলি আহমেদ এর ছেলে।
সোমবার (২ জুন) সন্ধ্যায় টেকনাফ সদরের গোদার বিল এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গেল পহেলা জুন দুপুরে টেকনাফের সাবরাং ইউপির নয়াপাড়া এলাকা থেকে মো. জাহাঙ্গীর আলম নামে এক কিশোর টমটম চালক নিখোঁজ হয়। এনিয়ে নিখোঁজ টমটম চালকের মা রহিমা খাতুন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ওই ঘটনার প্রেক্ষিতে র্যাব গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে গোদার বিল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ওই সময় ভিকটিম জাহাঙ্গীরকে উদ্ধার এবং এক অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির বরাতে র্যাব আরও জানায়, মূলত চক্রটি ভিকটিমকে বিদেশে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে।
এছাড়া পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার ভিকটিমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গেল পহেলা জুন সন্ধ্যার আগে যাত্রী নিয়ে সাবরাং ইউপির হারিয়াখালী গিয়েছিল কিশোর টমটম চালক জাহাঙ্গীর। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার খোঁজ মিলেনি। অবশেষে র্যাবের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |