শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রোহিঙ্গা শিশু উদ্ধার

রূপান্তর ডেস্ক / ৩৭ বার পড়া হয়েছে
আপডেট শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) সদস্যরা অভিযান চালিয়ে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে চার বছর বয়সী এক কন্যা শিশু উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু নূর শেহেরা (৪) লাম্বাশিয়া ক্যাম্প-১ (ওয়েস্ট), ব্লক এফ/৯-এর বাসিন্দা মাহমুদুল হাসানের কন্যা।

১৪ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ১১ জুন সকাল ৯টার দিকে নূর শেহেরা পার্শ্ববর্তী ক্যাম্প-১ (ইস্ট), ব্লক-ই-তে দাদার বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত অপহরণকারী চক্র তাকে অপহরণ করে। একই দিন মোবাইল নম্বর ০১৮১০-৭০৫৯৬৮ থেকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং প্রশাসনের সহায়তা নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে একাধিক স্থানে গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের চাপে অপহরণকারীরা শিশুটিকে কুতুপালং ক্যাম্প এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ১৪ এপিবিএনের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে এবং প্রাথমিক যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।
এ বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমন এবং নিরাপত্তা রক্ষায় আমরা সবসময় সর্বোচ্চ আন্তরিক। শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি—এটাই সবচেয়ে বড় সাফল্য। অপহরণকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫