টেকনাফের বাহারছড়া ও হোয়াইক্যং এর সকল অপহরণে নেতৃত্ব দানকারী সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী পাহাড়ী ডাকাতচক্রের প্রধান বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বাহারছড়া ইউপির ৩নং ওয়ার্ডের উত্তর শিলখালী এলাকার মৃত মাওলানা সুলতান আহমদের ছেলে।
১৭ নভেম্বর (রবিবার) ভোর পৌনে ৪টার দিকে বাহারছড়া ইউপির উত্তর শীলখালী এলাকার ঝাউবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় দুইটি ওয়ান শুটার গান, একটি বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, দুইটি কিরিচ, একটি রাম দা ও একটি চাইনিজ কোড়াল উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি সত্যতা নিশ্চিত করে বলেন, সাতটি মামলার পলাতক আসামী বদরুদ্দোজা দীর্ঘদিন ধরে পাহাড়ে একটি ডাকাতচক্র তৈরী করে বাহারছড়া ও হোয়াইক্যং-য়ে প্রতিনিয়ত মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো। গত কিছুদিন পূর্বে তার নেতৃত্বে বাহারছড়ায় ডা. জহির এবং হোয়াইক্যং থেকে ১১জন কৃষক অপহরণ করে মুক্তিপণে মুক্তি দেয়। তার বিরুদ্ধে সাতটি অস্ত্র ও অপহরণ মামলা থাকলেও অত্যন্ত ধূর্ত প্রকৃতির লোক হওয়ায় সে ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে বিলম্ব হয়। অবশেষে আজ রবিবার ভোরে বাহারছড়ার উত্তর শীলখালীর ঝাউবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদের বরাতে ওসি আরও জানায়, অপহরণ কাজে ব্যবহার করার জন্য হোয়াইক্যং এর জনৈক গফুর এর নিকট থেকে অস্ত্র এনে তা শীলখালীর পাহাড়ি মুরায় ডাকাত জলিলের বাড়ির সামনে লাকড়ির স্তুপের নিচে মজুদ করে রাখত। অপহরণ করতে যাওয়ার সময় সেই লাকড়ির স্তুপের নিচ থেকে এসব অস্ত্র বের করে নিয়ে অপহরণ চক্রের অন্য সদস্যদের হাতে তুলে দিতো বদরুজ এবং ডাকাত জলিল।
উদ্ধারকৃত অস্ত্রসহ ধৃত আসামীর বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |